Monday, December 21, 2015

 

                          Sylhet

                                       Sreemongol

                                                                            82
                                                        distance from sylhet city (in km)

                                                                          Location

                                                                      Sreemongol
                                                                           Sylhet

 

 

 

 

  .

 

 

 

 

  Overview








Despite being an Upazilla – a small administrative unit – under Moulvibazar district in Sylhet, Sreemongol has long been credited as a top tourist attraction having earned its recognition as a town as early as the beginning of the19th century. Even though the first ever tea garden in Sylhet – Malnichara – was established near Sylhet city in 1854, large tea estates eventually found their niche in Sreemongol town and the surrounding hills and mountains. The only tea research institute in Bangladesh – BTRI – which is a popular tourist destination is also situated in this town. Easily accessible from Dhaka by road or train, Sreemongol has a lot to offer for tourists. Of the 138 tea gardens in Greater Sylhet, 38 are situated in Sreemongol, and this number would be no fewer than 60 when added to gardens in the surrounding areas.

Anyone travelling in and around Sreemongol is sure to be greeted by lush green tea gardens that stretch over miles and miles of hilly areas, not to speak of the chirping birds and shading trees besides the pineapple and lemon gardens.

Just two kilometres away from the town, BTRI is easily accessible by rickshaw or CNG-run auto-rickshaw. With permission one can enter the facility and be fascinated by splendid flower gardens, age-old tea plants, a tea factory, a testing lab and many more.
Anyone travelling in and around Sreemongol is sure to be greeted by lush green tea gardens that stretch over miles and miles of hilly areas, not to speak of the chirping birds and shading trees besides the pineapple and lemon gardens.


Just outside of BTRI is Neelkantha Tea Cabin – a fabulous tea stall and another attraction of Sreemongol where tea gardener Ramesh Ram Gour sells tea of a variety of colours and flavours.

Around sreemongol town there are a number of natural lakes. Just a ten-minute rickshaw ride on the College Road takes one to Varaura Lake, which is surrounded by lush green tea gardens. Rajghat Lake is a bit far from the town. For a 30-minute drive either Kalighat Road or Sindurkhan Road may be taken from Sreemongol town. Moreover, about 10 kilometres east of Sreemongol town is the legendary Madhabpur Lake inside Patrakhola Tea Estate. Water lilies of diverse colours in the lake, pedestrian paths along the bank, as well as the tweeting of numerous birds in winter make it a place worth visiting.

Besides tea gardens, hills, forests and lakes, Sreemongol has also been enriched by the beauty of beels and haors (i.e. swamplands). With an area of 600 square kilometres, Baikka Beel is situated there. On the east of Hayeel Haor is Baikka Beel comprising 100 hectares of swampland. Following a governmental decision, this swampland has been conserved as a refuge for local fish since 2003.

In winter this swampland is inhabited by migratory as well as local birds. In addition to the chirping of diverse species of birds, the beauty of different flowers including water lilies enchant tourists. An observation tower has been built there for the convenience of tourist.

Although most tourists visit Baikka Beel during winter, this swampland assumes an unparalleled beauty in the rainy season

                                                                        #Sylhet


KHADIMNAGAR RAINFOREST                           

  • Best Time to Visit

    OCT - FEB

 10 distance from sylhet city (in km)

Location

Khadimnagar, Shahporhan
Sylhet 

 

 





 













সিলেট শহর থেকে জাফলং রোড ধরে ১০ কিমি এর মতো এগুলেই শাহপরান মাজার গেট পেরুনোর পর পরই খাদিম চৌমুহনা। খাদিম চৌমুহনা থেকে হাতের ডানদিকে চলে গেছে রাস্তা। রাস্তা ধরে সামনে গেলে খাদিমনগর চাবাগানের শুরু। বাগানের রাস্তা ধরে আরেকটু সামনে গেলে একটা কালভার্ট। কালভার্ট পেরিয়ে বামের রাস্তা না ধরে পথ ধরে এগিয়ে যেতে থাকলে আরো চা বাগান, চা বাগানের পর প্রাকৃতিক বনের হাতছানি। মুল সড়ক থেকে উত্তরের দিকে পাকা, কাঁচা ও ইট বিছানো পাঁচ কিমি পথ পেরুনোর পর খাদিমনগর রেইনফরেস্টের শুরু। পূর্বে ছড়াগাঙ্গ ও হাবিবনগর, পশ্চিমে বরজান ও কালাগুল, উত্তরে গুলনি, দক্ষিনে খাদিমনগর এই ছয়টি চা বাগানের মাঝখানে ১৬৭৩ একর পাহাড় ও প্রাকৃতিক বনের সমন্বয়ে গড়ে উঠা এই রেইনফরেস্টটি জাতীয় উদ্যান বলে সরকারী স্বীকৃতি পেয়েছে এবং ইউএসএইড এর সহায়তায় এর ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে।

এই উদ্যানে ২১৭ প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে সেগুন,চাপালিশ, মেহগনি,অর্জুন, আমলকি, হরতকি, বয়রা, নানা জাতের বাঁশ ও বেত উল্লেখযোগ্য। নানা জাতের প্রানী ও পাখী রয়েছে ৮৩ প্রজাতির, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ভাল্লুক, মেছোবাঘ, মুখপোড়া বানর, লজ্জাবতী বানর,অজগর, চন্দ্রবুড়া সাপ, বনমোরগ, টিয়া, ময়না, ঘুঘু।

এই বনে হাঁটার জন্য ৪৫ মিনিট ও দুইঘন্টার দুটো ট্রেইল আছে। বনবিভাগের বিট অফিসের সামনে ট্রেইল দুটোর মানচিত্র দেয়া আছে, এ ছাড়া স্থানীয় কাউকে গাইড হিসাবে ও সাথে নেয়া যেতে পারে।

রেইনফরেস্টের সামনে দিয়ে উত্তর দিকে যে রাস্তা চলে গেছে, সে দিক দিয়ে এগিয়ে গেলে এয়ারপোর্ট-হরিপুর সড়কে উঠা যায়, সেখান থেকে আবার রাতারগুল সোয়াম্পফরেস্টে ও সহজেই যাওয়া সম্ভব। কোন পর্যটক যদি একদিনের জন্য সিলেট ঘুরতে চান সে ক্ষেত্রে এই পথটি ব্যবহার করে চাবাগান, রেইনফরেস্ট, সোয়ামফরেস্ট দেখে যেতে পারেন।

এই পথের অধিকাংশ কাঁচা ও ইট বিছানো হলে ও গাড়ী নিয়ে যাওয়া যায় তবে বৃষ্টি থাকলে সে ক্ষেত্রে সিএনজি নিয়ে যাওয়া ভালো। খাদিম চৌমুহনাতে ভাড়ার সিএনজি পাওয়া যায়।

Saturday, December 19, 2015

Beautiful BANGLADESH:                                          ...

Beautiful BANGLADESH:                                          ...:                                                                       # Sylhet TANGOAR HAOR 80 dista...

                                                                      # Sylhet

TANGOAR HAOR


80
distance from sylhet city (in km)

Location

Tangoar  Sylhet  

       


অধ্যাপক আলী রেজা খান-এর বর্ণনানুযায়ী এই হাওরে সব মিলিয়ে প্রায় ২৫০ প্রজাতির পাখি, ১৪০ প্রজাতির মাছ, ১২'র বেশি প্রজাতির ব্যাঙ, ১৫০-এর বেশি প্রজাতির সরিসৃপ এবং ১০০০-এরও বেশি প্রজাতির অমেরুদণ্ডী প্রাণীর আবাস রয়েছে।

পর্যটকদের জন্য অন্ততঃ দুবার টাঙ্গুয়া হাওর ভ্রমন করা অবশ্যক। একবার প্রবল বর্ষায় ( মধ্য জুলাই থেকে মধ্য আগষ্টের মধ্যে) আরেকবার তীব্র শীতে ( মধ্য ডিসেম্বর থেকে মধ্যে জানুয়ারীর মধ্যে)। শীতে হাজার হাজার পাখী এসে স্বাগতঃ জানাবে পর্যটকদের। আর বর্ষায় সমুদ্রের মতো উত্তাল জলরাশি, প্রবল বৃষ্টি আর মেঘালয় পাহাড় জুড়ে থোকা থোকা মেঘের বিচরন- এক অনন্য অভিজ্ঞতা।

শীতকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ীর খেয়াঘাট পাড় হয়েই ভাড়ার মোটর সাইকেল পাওয়া যায়। মোটর সাইকেলে চড়ে চলে যেতে হয় তাহিরপুর অথবা টেকেরঘাট। সময় লাগবে দু ঘন্টার মতো। তাহিরপুর কিংবা টেকের ঘাট থেকে নৌকা ভাড়া করে ঘুরা যায় টাঙ্গুয়ার হাওরে। বর্ষাকালে সুনামগঞ্জ থেকে বজরা ভাড়া করে অনেকেই দলবদ্ধ হয়ে টাঙ্গুয়া যান। বজরায় রাত্রিযাপন ও করা যায়। প্রতিদিনের জন্য বজরা ভাড়া পড়ে প্রায় ১০ হাজার টাকা। তবে বর্ষাকালে হাওর যেরকম উত্তাল থাকে, লাইফ জ্যাকেট ও অন্যান্য সতর্কতামুলক ব্যবস্থা ছাড়া টাঙ্গুয়া হাওর ভ্রমন করা সমীচিন নয়- যদিও বর্ষাকালেই টাঙ্গুয়ার রূপ হয়ে উঠে অতুলনীয় সুন্দর। সবচেয়ে ভালো হচ্ছে, সুনাগঞ্জ থেকে লঞ্চ ভাড়া নিয়ে পুরো টাঙ্গুয়া ঘুরে আসা। স্বভাবতইঃ এটা বেশ খরুচে বিষয়। লঞ্চ নিয়ে সুনামগঞ্জ থেকে তাহিরপুর গিয়ে টাঙ্গুয়া ঘুরে টেকেরঘাট হয়ে ফিরে আসা যায়। টেকেরঘাট হচ্ছে মেঘালয় পাহাড়ের পাদদেশে বাংলাদেশের চুনাপাথর খনি প্রকল্প, যদি ও বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

তাহিরপুর বাজারে একটি মাত্র হোটেল আছে, নিম্নমানের। এ ছাড়া জেলা পরিষদের একটি বাংলো আছে, অনুমতি নিয়ে থাকা যায়। টেকেরঘাট খনি প্রকল্পে ও তাদের নিজস্ব বাংলো আছে।                       

Friday, December 18, 2015

                                                #  SYLHET
                            LALAKHAl















 মেঘালয় পর্বত শ্রেনীর সবচেয়ে পুর্বের অংশ জৈন্তিয়া হিলসের ঠিক নীচে পাহাড়, প্রাকৃতিক বন, চা বাগান ও নদীঘেরা একটি গ্রাম লালাখাল, সিলেট জেলার জৈন্তিয়াপুর উপজেলায়। জৈন্তিয়া হিলসের ভারতীয় অংশ থেকে মাইন্ডু ( Myntdu) নদী লালাখালের সীমান্তের কাছেই সারী নদী নামে প্রবেশ করেছে এবং ভাটির দিকে সারীঘাট পেরিয়ে গোয়াইন নদীর সাথে মিশেছে। লালাখাল থেকে সারীঘাট পর্যন্ত নদীর বারো কিমি পানির রঙ পান্না সবুজ- পুরো শীতকাল এবং অন্যান্য সময় বৃষ্টি না হলে এই রঙ থাকে। মুলতঃ জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারনেই এই নদীর পানির রঙ এরকম দেখায়।

সিলেট জাফলং মহাসড়কে শহর থেকে প্রায় ৪২ কিমি দূরে সারীঘাট। সারীঘাট থেকে সাধারনতঃ নৌকা নিয়ে পর্যটকরা লালাখাল যান। স্থানীয় ইঞ্জিনচালিত নৌকায় একঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগে সারী নদীর উৎসমুখ পর্যন্ত যেতে। নদীর পানির পান্না সবুজ রঙ আর দুইপাশের পাহাড় সারির ছায়া- পর্যটকদের মুগ্ধ করে। উৎসমুখের কাছাকাছিই রয়েছে লালাখাল চা বাগান।

সারীঘাটে নাজিমগড় রিসোর্টসের একটি বোট স্টেশন আছে। এখান থেকে ও বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত নৌকা নিয়ে লালাখাল যাওয়া যায়। লালাখালে সারী নদীর তীরে নাজিমগড়ের একটি মনোরম রেস্টুরেন্ট রয়েছে- ‘রিভার কুইন’ । সব অতিথিদের জন্যই এটি উন্মুক্ত। রিভারকুইন রেস্টুরেন্টের পাশেই রয়েছে ‘এডভেঞ্চার টেন্ট ক্যাম্প ‘ । এডভেঞ্চার প্রিয় পর্যটকরা এখানে রাত্রিযাপন করতে পারেন। নদীপেরিয়ে লালাখাল চা বাগানের ভেতর দিয়ে রয়েছে প্রাকৃতিকভাবে গড়ে উঠা হাঁটার পথ ( ট্রেকিং ট্রেইল)

এ ছাড়া পেছনে পাহাড়ের ঢাল ও চুঁড়োয় গড়ে উঠেছে নাজিমগড়ের বিলাসবহুল নতুন রিসোর্ট ‘ওয়াইল্ডারনেস’। আবাসিক অতিথি ছাড়া এখানে প্রবেশাধিকার সংরক্ষিত।

সরাসরি গাড়ী নিয়ে ও লালাখাল যাওয়া যায়। সারী ব্রীজ় পেরিয়ে একটু সামনেই রাস্তার মাঝখানে একটি পুরনো স্থাপনা।এটি ছিলো জৈন্তিয়া রাজ্যের রাজকুমারী ইরাবতীর নামে একটি পান্থশালা। এর পাশ দিয়ে হাতের ডানের রাস্তায় ঢুকে সাত কিমি গেলেই লালাখাল। লালাখাল এ রিভার কুইন রেস্টুরেন্ট এর সামনে থেকে ও নৌকা নিয়ে জিরোপয়েন্ট ঘুরে আসা যায়।

সিলেট শহর থেকে লালাখাল পর্যন্ত ৬-৮ জন বহনকারী মাইক্রো ভাড়া হতে পারে ৩৫০০ - ৪০০০ টাকার মধ্যে। ৯-১২ জন বহনকারী মাইক্রো ভাড়া হতে পারে ৪৫০০ - ৫,৫০০ টাকার মধ্যে। শুক্রবার হলে আরেকটু বেশী ও হতে পারে।

সারীঘাট থেকে স্থানীয় নৌকা নিয়ে লালাখাল যেতে খরচ পড়বে ১০০০-১৫০০ টাকার মতো খরচ পড়ে। আর নাজিমগড় বোট স্টেশনের বিশেষায়িত নৌকাগুলোর ভাড়া ২০০০-৫০০০ টাকা পর্যন্ত। গাড়ী নিয়ে লালাখাল চলে গেলে রিভারকুইন রেস্টুরেন্ট থেকে আধাঘন্টার জন্য নৌকা ভাড়া পড়বে ৫০০ টাকা। দুপুরের খাবার প্রতিজন ৪০০-৫০০ টাকা।

Tuesday, December 15, 2015

What special things are there to see in Bangladesh? The reality is that you cannot afford to be ignorant of some of the highly magnificent places without visiting them, which are the signature sites of Bangladesh. Missing those wonderful places would perhaps be somewhat like visiting Paris without enjoying the grandeur of Eiffel Tower. Here are the top 12 magnificent places to visit in Bangladesh:

1. Cox’s Bazar

Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/seabeach.JPG
Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/seabeach.JPG
The seaside town Cox’s Bazar is located in Chittagong Division. Also known as Panowa, it has the longest (125 kilometers) natural and sandy sea-beach. ‘Panowa’ literally means ‘yellow flower’. Cox’s Bazar is the district headquarter.
Cox’s Bazar is considered as one of the most widely visited tourist destinations in Bangladesh. The huge Buddhist monastery named Aggmeda Khyang is one of the top tourist attractions here. Ramu is a village where the Buddhist population resides. Cox’s Bazar is well known for its homemade cigars and handicrafts. Also the first safari park of Bangladesh, Bangabandhu Sheikh Mujib Safari Park is about 50 kilometers away from Cox’s Bazar Town.

2. SMartinaint

Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/Saint-martin.JPG
Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/Saint-martin.JPG
The only coral island of Bangladesh, Saint Martin’s Island is quite small and it embraces about 8 square kilometers of the land area. Located close to Chhera Island, it was first named as Zajira by some unknown Arabian sailors.
The present name ‘Saint Martin’s Island’ came into existence during the rule of British. Sunrise and sunset, exotic village life, sea turtle hatchery, coral rocks, and plentiful stars at night are some most cherished attractions here. Fishing, oceanic scuba diving, and walk by the sea beach are some fascinating activities here.

3. Kuakata

Image Curtsey: rikenresearch.riken.jp/images/figures/hi_4368.jpg
Image Curtsey: rikenresearch.riken.jp/images/figures/hi_4368.jpg
Kuakata is located in the southern part of Bangladesh. The panoramic view of the sea beach and the beautiful tourist attractions in and round Kuakata makes it one of the most popular tourist destinations in Bangladesh.
The sunset and sunrise can be seen in their full splendor from the wide sandy beach of Kuakata. Fatrar Chor (part of Sundarban), Gangamati Reserved Forest, Jhau Bon (forest), Keranipara Seema Temple, Misripara Buddhist Temple, and Eco Park are very popular among both domestic and foreign tourists.

4. Sundarban

Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/sundarban.JPG
Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/sundarban.JPG
Sundarbans, literally meaning ‘beautiful forest’ is known all over the world for the tidal halophytic mangrove forest. Several documentary films have been made on this exotic forest.
Sundarban is a UNESCO World Heritage Site. The major part of it is in Bangladesh; some part of it also comes under Indian Territory. Densely covered with forest, it is considered to be one of the largest reserves that protect Royal Bengal Tiger. Captivating flora, and fauna like avifauna, aqua-fauna, predators, and reptiles add beauty to the charm of Sundarban National Park, Sundarbans West Wildlife Sanctuary, Sundarbans South Wildlife Sanctuary, and Sajnakhali Wildlife Sanctuary.

5. Bandarban

Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/Buddha.JPG
Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/Buddha.JPG
Bandarban, literally meaning ‘dam of monkeys’, is a district of Bangladesh in Chittagong Division and Chittagong Hill Tracts. After the Chittagong Hill Tract Insurgency, it emerged as one of the most fascinating tourist attractions of Bangladesh.
The beautiful mountain ranges escalate the natural beauty of the surroundings. The largest Buddhist temple of Bangladesh known as Buddha Dhatu Jadi is situated in Bandarban. Shoilo Propat waterfall at Milanchari; several Buddhist temples like Ujanipara Vihar and Raj Vihar; Chimbuk Hill and Tribal Villages are worth watching. Also the peaks like Nilgiri and Thanchi captivate the eyes of the tourists immensely.

6. Rangamati

Image Courtesy : farm8.staticflickr.com/7109/7433994438_34131828c7_o.jpg
Image Courtesy : farm8.staticflickr.com/7109/7433994438_34131828c7_o.jpg
Known as the ‘Lake City’ of Bangladesh, Rangamati is full of matchless beauty and is one of the most visited tourist destinations of Bangladesh. It is located about 77 kilometers away from Chittagong.
Buses, taxis, and some other private vehicles can be taken from Chittagong to Rangamati. Rangamati Town, Hanging Bridge, Kaptai Lake, and Indigenous Museum are among the notable landmarks and popular tourist destinations of Rangamati. Hotel Sufia International, Hotel Green Castle, Parjaton Motel and Banapura Tourist’s Inn are some favorite hotels for the tourists who visit Rangamati.

7. Chittagong

Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/cemetry.JPG
Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/cemetry.JPG
Chittagong is quite a big town. The largest international seaport in Bangladesh is situated here. Shah Amanat International Airport connects Chittagong to various hot destinations of the world through airways. It functions as a domestic airport too.
Patenga Beach, Foy’s Lake, Shrine of Baizid Bostami, World War II Cemetery, Ethnological Museum, Chittagong Medical College, Court Building, and Kattali Beach are some of the most famous tourist spots in Chittagong. There are several hotels of different categories in Chittagong that cater to the needs of all types of tourists and visitors.

8. Sylhet

Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/jaflong.JPG
Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/jaflong.JPG
Located amidst the picturesque landscape of Surma Valley, Sylhet is such a well-visited and popular tourist destination that no tourist desires to miss a visit. Sylhet is the largest city of Sylhet Division of Bangladesh. It embraces the population of more than 500,000 residents.
The scenic beauties of Tamabil-Jaflong, Kalibari Temple near Jaflong, Sri Mahalaxmi Temple near Sylhet city, the largest tea garden named Sree Mangal, and Lawacherra Rain Forest are really eye-catching in and around Sylhet. The tourists can enjoy shopping at the places like Al Hamra, Blue Water, Millennium, Aarong, Monorom, Artisti, Westecs, and Kumarpara etc. There are several hotels like Hotel Supreme, Hotel Palash, Hotel Western, Hotel Golden City, Hotel Hilltown, and Niravana Inn etc. These hotels cater to the holistic needs of the tourists visiting and staying here.

9. Comilla

Image Courtesy : picturestats.files.wordpress.com/2012/02/456253.jpg
Image Courtesy : picturestats.files.wordpress.com/2012/02/456253.jpg
A big district in Chittagong Division along the Dhaka-Chittagong Highway, Comilla is a well-known tourist destination in Bangladesh. There are various places in Comilla that fascinate the tourists with many of the attractions there.
Lalmai Hills, Bangladesh Academy for Rural Development, War Cemetery, Maynamoti Museum, Shah Shuja Masque, and Comilla Zoo etc. brings in thousands of domestic and foreign tourists every year. The hotels like Bangla Restora, Nurjahan Hotel, Jur Kanon Hotel, Dina Hotel, and Moynamoti Hotels etc. are some well known and popular hotels & restaurants in Comilla.

10. Dhaka

University of Dhaka
Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/2/27/DSC03638.JPG
Without visiting Dhaka, the visit to Bangladesh is incomplete. Dhaka is the largest and also the capital city of Bangladesh. Dhaka is an economic, academic and cultural hub of Bangladesh. There are more than eighteen million people dwell in Dhaka.
Dhaka is the center of almost everything and every activity in Bangladesh. The National Memorial, Liberation War Museum, National Parliament House, Shahid Minar, Hatir Jheel (Lake), Lalbag Fort, Dharmajika Buddhist Monastery, Pink Palace, Ahsan Manzil, American Church of the Holy Resurrection, Baldha Gardens, Ramna Park, Bangabandhu Memorial Museum, and Maynamati Ruins are some of the hottest tourist spots in Dhaka. Dhaka has so many places to visit that hardly can it be summed up in few words!
Furthermore, being the capital city of Bangladesh, Dhaka has several five, four and three, star hotels along with innumerable small hotels, guest houses, and restaurants.

11. Sonargaon

Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/03.JPG
Image Courtesy : wikimedia.org/wikipedia/commons/9/94/03.JPG
About 29 kilometers away from Dhaka, Sonargaon is located on Dhaka-Chittagong Highway. The rulers of different dynasties in the past had made Sonargaon the capital of Bangladesh and today, it exhibits the rich historical and cultural values.
The visit to Sonargaon is an unforgettable tour for lifetime. Folk Arts and Crafts Museum, Panam City, Royal Palace, beautiful gardens, and Old Lake etc. are some of the most fascinating tourist spots in Sonargaon.
Visiting Dhaka would be of course incomplete if anyone misses out Sonargaon.

12. Bogra

Image Courtesy : picturestats.files.wordpress.com/2012/02/4453061.jpg
Image Courtesy : picturestats.files.wordpress.com/2012/02/4453061.jpg
Bogra is located in Rajshahi Division of Bangladesh and is known as one of the oldest towns of Bangladesh. Due to its tourist hot-spots and escalating flow of domestic and foreign tourists, Bogra is considered to be one among the top tourist destinations in Bangladesh.
The ancient urban archaeological site Mahasthangarh, Behular Bashor Ghar, Nawab Palace, and Jaina Temple are some of the most visited tourist attractions in Bogra.